পেশোয়ারে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৬, ২০২২, ০৩:৪৪ এএম

পেশোয়ারে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৩ জনে। শুক্রবার জুম্মার নামাযের সময় শিটে মসজিদে আত্মঘাতি ওই বোমা হামলার ঘটনা ঘটে। সেসময় ৩০ জন নিহত হয়।

হামলায় জড়িত মূল হোতাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট সংক্ষেপে আইসিস জানিয়েছে, প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে ওই আত্মঘাতি বোমা হামলাকারী পেশোয়ারে আসে। মসজিদে ঢোকার আগে দুই পুলিশ সদস্যকে গুলি করে এরপর মসজিদের ভেতরে গিয়ে আত্মঘাতি বিস্ফোরণ ঘটায় হামলাকারী।

হাসপাতালে ভর্তি ৩৮ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। শুক্রবার এবং শনিবার নিহতদের মধ্যে ১৩ জনের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পেশোয়ারের কোহারি গেটে জানাযায় কয়েক হাজার মানুষ শরিক হন।    

 

অনেকদিন পর পাকিস্তানে বোমা হামলার খবর শোনা গেলো। ঠিক তখন, যখন পাকিস্তানে দীর্ঘ ২৪ বছর পর ক্রিকেট খেলতে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। নিরাপত্তা ইস্যুতে গত বছর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফর বাতিল করেছিলো।  

 

Link copied!