ফ্রান্স বিক্ষোভে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৩, ০৮:৫৬ পিএম

ফ্রান্স বিক্ষোভে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগের আহ্বান

সংগৃহীত ছবি

ফ্রান্সে পুলিশের হাতে কিশোর হত্যার ঘটনায় কয়েকদিন ধরেই চলছে সহিংস বিক্ষোভ। দেশটিতে অনেক বাংলাদেশি বসবাস করেন। প্যারিসের বাংলাদেশ দূতাবাস তাদের সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে দ্রুত অবগত করতে অনুরোধ জানিয়েছে।

রবিবার (২ জুলাই) দূতাবাস থেকে জনসতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ফ্রান্সের বিভিন্ন শহরে সান্ধ্য আইন জারি করা হয়েছে। ফ্রান্সের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সন্ধ্যার পর ওইসব এলাকায় প্রয়োজন ব্যতীত বাংলাদেশিদের বাইরে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশি কোনো ব্যক্তি বা বাংলাদেশি মালিকানাধীন কোনো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে হটলাইন নাম্বার +337 53 46 53 39 অথবা দূতাবাসের ইমেইল consular.paris@mofa.gov.bd -এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ জুন) প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে আলজেরীয় বংশোদ্ভুত মুসলিম কিশোর নাহেল এমকে (১৭) গাড়ি থামাতে বলেছিল পুলিশ। কিন্তু নির্দেশ না মানায় নাহেলকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক পুলিশ সদস্য। এতে ঘটনাস্থলে মারা যায় নাহেল।

নাহেলের মৃত্যুর পর থেকে নানতেরে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। সেদিন বিকেলের দিকে নাহেলের মা মৌনিয়া এক ভিডিওতে তার ছেলেকে হত্যাকারী পুলিশ সদস্যের বিচার দাবি করেন, যা ফ্রান্সের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তারপর থেকে বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার শুরু হওয়া বিক্ষোভ এর মধ্যে দাঙ্গায় পরিণত হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে বিক্ষোভকারীরা ফ্রান্সের অন্তত ১০টি শপিং মল, ২০০ সুপারমার্কেট, ২৫০টি তামাকজাত পণ্যের দোকান, ২৫০টি ব্যাংক ও শত শত সরকারি ভবনে হামলা-ভাঙচুর ও লুটাপাট চালিয়েছে।

রবিবার (২জুলাই) রাতজুড়ে পুলিশের ওপর হামলা, নাশকতা ও লুটপাটের অভিযোগে রাজধানী প্যারিস ও অন্যান্য শহর থেকে মোট ৭১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আগের দিন শুক্রবার প্রায় ১ হাজার ৩০০ বিক্ষোভকারীকে গ্রে করা হয়েছিল।

Link copied!