ভারতীয় যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট সানিয়া মির্জা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ০৪:৩১ এএম

ভারতীয় যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট সানিয়া মির্জা

সানিয়া মির্জা, নামটি পরিচিত লাগছে? নামটি পরিচিত হলেও এবার যার কথা বলা হচ্ছে সেই মানুষটি ও পরিচিতি ভিন্ন। সানিয়া মির্জা ভারতের বিখ্যাত টেনিস খেলোয়াড় যিনি দেশ-বিদেশে ভারতের নাম উজ্জ্বল করেছেন। এবার সানিয়া মির্জা নামটি ভারতের ইতিহাসেও পাকাপোক্ত জায়গা নিয়ে নিলো ভিন্ন এক পরিচয়ে। 

প্রথম ভারতীয় মুসলিম নারী পাইলট হিসেবে যুদ্ধবিমানের চালনার দায়িত্ব পেয়েছেন দেশটির উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা সানিয়া মির্জা। ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় (এনডিএ) উত্তীর্ণ হয়ে ইতিহাসে জায়গা করে নিলেন সানিয়া। ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি দেশটির উত্তর প্রদেশ রাজ্যের প্রথম ভারতীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট হতে যাচ্ছেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন সানিয়া।

সানিয়া হিন্দি মাধ্যমে পড়াশোনা করেন। উচ্চমাধ্যমিকে উত্তর প্রদেশ বোর্ডে ১২তম হয়েছেন তিনি। এরপর তিনি সেঞ্চুরিয়ন ডিফেন্স একাডেমিতে এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।

sania mirza

সানিয়ার বাবা স্থানীয় টেলিভিশন মেরামতকারী শাহীদ আলী বলেন, ‘সানিয়া ভারতের প্রথম ফাইটার প্লেন চালক অবনী চতুর্বেদীকে আদর্শ মনে করে। শুরু থেকেই সে তাঁর মতো হতে চাইত। ভারতে দ্বিতীয় কোনো নারী হিসেবে সানিয়া ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছে। এনডিএ পরীক্ষায় ১৪৯তম হয়েছে সানিয়া।’ 

Link copied!