ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২১, ০৭:৫৬ পিএম

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

ভারতের তামিলনাড়ুর ভিরুধুননগরে শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় একটি ব্যক্তি মালিকানাধীন আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। তামিলনাড়ু রাজ্য পুলিশ জানায়, কয়েকটি রাসায়নিক পদার্থ মিশিয়ে আতশবাজি বানানোর সময় বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা পিটিআই জানায়, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর জন্য দূর্ঘটনাস্থলে পৌঁছেছে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রূপি করে এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিস্ফোরণে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, সহায়তা এবং ত্রাণ পৌঁছে দেয়ার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী দাপ্পাদি কে পালানিস্বামী বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ রূপি এবং যারা মারাত্মকভাবে আহত হয়েছেন তাদের প্রত্যেককে ১ লাখ রূপি দেয়ার ঘোষণা দিয়েছেন।

 

 

Link copied!