ভারতে গণধর্ষণের শিকার এক বাংলাদেশি তরুণী পেলেন সর্বোচ্চ ক্ষতিপূরণ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২৩, ০২:২৫ এএম

ভারতে গণধর্ষণের শিকার এক বাংলাদেশি তরুণী পেলেন সর্বোচ্চ ক্ষতিপূরণ

বাংলাদেশি এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছিলেন ভারতে। সেই ঘটনায় ওই তরুণীকে সাত লাখ রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর দায়রা আদালত। ভারতের নির্ভয়া ফান্ড থেকে ওই অর্থ দিতে বলা হয়েছে। এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওই রিপোর্টে বলা হয়, কর্ণাটক রাজ্য, এমনকি পুরো ভারতের ইতিহাসে এই প্রথম স্বদেশীদের হাতে ধর্ষণের শিকার কোন তরুণীকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলো আদালত।

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারিতে কুষ্টিয়ায় টিকটক ব্যবহারকারীদের মিলনমেলায় অংশ নেওয়ার কথা বলে এক তরুণীকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করেন আলোচিত টিকটকার হৃদয়। পরে সেখানে কয়েকদিন আটকে রেখে ওই তরুণীকে নির্যাতন ও ধর্ষণ করেন হৃদয় ও তাঁর সহযোগীরা। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুতে।

বেঙ্গালুরুতে নিয়ে তাঁকে আবারও নির্যাতন ও দল বেধে ধর্ষণ করে তাঁর ভিডিও ধারণ করে হৃদয় ও তাঁর সহযোগীরা। পরে ২০২১ সালের ২৭ মে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঢাকার তেজগাঁও বিভাগের পুলিশ ওই তরুণীকে শনাক্ত করে। উদঘাটন হয় নির্যাতনকারী বাংলাদেশি যুবক হৃদয়ের পরিচয়।

পরে ওই মাসেই কেরালায় তাঁকে শনাক্ত করে বেঙ্গালুরুতে নিয়ে যায়। এ ঘটনায় ভারতের আসাম পুলিশ ভিডিওতে থাকা পাঁচ তরুণের ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা করে। পরে বেঙ্গালুরু পুলিশ ওই ঘটনায় দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলা হয়। এরপর ২০২২ সালে মে মাসে ওই তরুণীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।

এবার ধর্ষণের শিকার সেই তরুণীকে সাত লাখ রূপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলো বেঙ্গালুরুর দায়রা আদালত। ভারতের নির্ভয়া ফান্ড থেকে ওই তরুণীকে সাত লাখ রুপি দিতে হবে বলে আদালতের নির্দেশে বলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ওই তরুণীকে ক্ষতিপূরণের অর্থ বুঝিয়ে দিতে বিভাগীয় আইন সহায়তা কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। কিন্তু ওই তরুণী ভারত ছেড়ে বাংলাদেশে চলে আসায় তাঁকে ভিডিও কলের মাধ্যমে হাজির করে ই-পেমেন্টের মাধ্যমে অর্থ বুঝিয়ে দিতে বলা হয়।

Link copied!