মঞ্চে ওঠার পরই জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৩, ০৬:৫১ পিএম

মঞ্চে ওঠার পরই জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা

সমাবেশে ভাষণ দেওয়ার উদ্দেশ্যে মঞ্চে ওঠার পরই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। তবে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় কোনো ক্ষতি হয়নি দেশটির প্রধানমন্ত্রীর। হামলার সাথে সাথে নিরাপত্তা কর্মীদের তৎপরতার ফলে অক্ষত আছেন কিশিদা।

স্থানীয় সেময় শনিবার জাপানের ওয়াকাইয়ামা শহরে এই বোমা হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর ওপর বোমা হামলার ঘটনা এমন সময় ঘটলো যখন দেশটিতে আসছে ২৫ এপ্রিল সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ওয়াকাইয়ামা শহরের সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা’র। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়।

জাপানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে বার্তাসংস্থা কিওডো নিউজ এজেন্সিসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বোমাটি প্রাণঘাতী ছিল না। ‘স্মোক বোম্ব’ জাতীয় ওই বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।

শনিবারের বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করলে তার নাম-পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। এক নির্বাচনী প্রচারাভিযানে গিয়ে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

Link copied!