মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা: গ্রামছাড়া কয়েক হাজার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৮:২৭ পিএম

মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা: গ্রামছাড়া কয়েক হাজার

মিয়ানমারের সামরিক বাহিনী গ্রাম পুড়িয়ে দিয়ে সর্বস্বান্ত করে গ্রাম ত্যাগে বাধ্য করেছে কয়েক হাজার মানুষকে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর মান্দালয়ের জাগাইন অঞ্চলে এই সহিংসতা ঘটে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রাম পুড়িয়ে দেওয়ার পাশাপাশি নির্বিচারে গুলি ছোঁড়ে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা।

মাত্র একদিন আগে এলাকার বাসিন্দারা দুই পুলিশ অফিসার এবং তার পরিবারকে হত্যা করেছে এমন অভিযোগে সেনা সদস্যরা অভিযান চালিয়ে তেজ নামের একটি নগর এবং কিয়ুকোনে গ্রাম পুড়িয়ে দেয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে অং সান সূচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের পতন ঘটার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এরপর সূচির দলের নেতা দুয়া লাশি লার নেতৃত্বে ছায়া সরকার ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’র ডাক দিলে এই সহিংসতা আরো তীব্রতর হয়।

উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর এই সহিংসতা নতুন নয়। এর আগেও তারা রাখাইন স্টেটে গণহত্যা চালিয়ে ১০ লাখ রোহিঙ্গাকে দেশছাড়া করেছে। বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছে।

Link copied!