রাজধানী নাইপিদোতে সোমবার তৃতীয় দিনের জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া সহস্রাধিক বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করছে বলে জানা যায়। এদিকে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের সামনের বিক্ষোভকারী শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী ও ডাক্তারদের মিছিলে এবার যুক্ত হয়েছে একদল গেরুয়া পোষাকের বৌদ্ধ সন্ন্যাসী। তারা এনএলডির লাল পতাকার পাশাপাশি বহুরঙের ‘বৌদ্ধ পতাকা’ উড়িয়ে সেনাবিরোধী স্লোগান দিচ্ছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বিক্ষোভকারীদের মধ্যে অনেকে কালো পোষাক পরে এসেছে। তারা সমবেত স্লোগানে বলছে, ‘আমাদের নেতার মুক্তি চাই, জনগনের ভোটের অধিকার চাই, সেনাশাসনের অবসান চাই।’
জান্তা সরকার দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিলেও, বিক্ষোভকারী এক ছাত্রনেতা অ্যাই থিনজার মং ভার্চুয়াল প্রইভেট নেটওয়ার্ক ব্যবহার করে ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইয়াঙ্গুনের প্রতিটি এলাকা থেকে এসে আপনারা আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিন, গণমানুষের সাথে একাত্ম হোন।’ তিনি আরও বলেন, বিক্ষোভের স্থান ও সময় আপনাদের পরবর্তীতে জানানো হবে।
জান্তা সরকার দেশটির নিবার্চিত সরকার প্রধান, রাষ্ট্রপতি ও অন্যান্য জেষ্ঠ্য রাজনৈতিক নেতাদের আটকের পর একের পর এক জনবিরোধী পদক্ষেপ নিয়ে জনগনকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। সর্বশেষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের পর শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, আইনজীবীসহ সর্বস্তরের জনগন রাস্তায় বিক্ষোভে নামে। তারা সেনা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে ,হাতে তালি দিয়ে, লাল ফিতা বেঁধে ,তিন আঙুলে স্যালুটের ভঙ্গি করে ইয়াঙ্গুন জুড়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: নিক্কা এশিয়া/ ইয়াহু নিউজ