মুম্বাইগামী ফ্লাইটে সাপ, অতপর…

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৭, ২০২১, ০২:৪৪ এএম

মুম্বাইগামী ফ্লাইটে সাপ, অতপর…

ভারতের কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিগোর একটি বিমানে সাপ পাওয়া গেছে৷ বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় এমনই ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে৷

জানা গেছে, রায়পুর থেকে আসা ইন্ডিগোর বিমান থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর সেটি মুম্বাইতে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল৷ তখনই বিমানের কার্গো হোল্ডারে মুম্বাইগামী যাত্রীদের মাল তোলা হচ্ছিল৷ তখন বিমানসংস্থার কর্মীরা দেখেন প্লেনে যেখানে যাত্রীদের মালামাল রাখা গয় সেখানে একটি বড় ধাতবের সাথে জড়িয়ে আছে বেশ বড় একটি সাপ৷

বিমানের ভিতরে সাপ দেখার পর সাথেসাথে বিমানবন্দর কর্তৃপক্ষকে তা জানানো হয়৷ এর পর খবর যায় বন দফতরে৷ কিছুক্ষণের মধ্যেই বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান৷

তবে সাপ উদ্ধার করে নেওয়া হলেও বিমান সংস্থার তরফে আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি৷ ওই বিমানটির বদলে অন্য একটি বিমানে করে যাত্রীদের মুম্বাই পাঠানোর ব্যবস্থা করা হয়৷ বিমানসংস্থার কর্মীদের ধারণা, কলকাতায় আসার আগে থেকেই বিমানের ভিতরে ছিল সাপটি৷ অর্খাৎ বাকি যাত্রীদের সঙ্গে সাপেরও বিমানযাত্রী হয়েছে!

বিমান বন্দরের রানওয়ের আশে পাশে সাপ দেখা বিচিত্র কিছু নয়৷ কারণ সেখানে যথেষ্ট ঝোঁপঝাড়ও রয়েছে৷ কিন্তু বিমানের ভিতরে এ ভাবে সাপ ঢুকে পড়ার ঘটনার কথা বিমানবন্দরের কর্মীরাও মনে করতে পারছেন না৷

সূত্র: নিউজ ১৮।

Link copied!