মুসলিম নারীদের নিলামে তোলার অ্যাপ ‘বুল্লি বাই’-এর মূল হোতা গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৯:০৯ পিএম

মুসলিম নারীদের নিলামে তোলার অ্যাপ ‘বুল্লি বাই’-এর মূল হোতা গ্রেফতার

ভারতে মুসলিম নারীদের নিলামে তোলার সমালোচিত অ্যাপ ‘বুল্লি বাই’ নির্মানের মূল হোতাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, মুম্বাই পুলিশের একটি দল উত্তরাখন্ড থেকে ১৮ বছর বয়স্ক শ্বেতা সিংকে এই অ্যাপের মাস্টার মাইন্ড আখ্যায়িত করে গ্রেফতার করেছে।

এর আগে বেঙ্গালুরু থেকে ২১ বছর বয়স্ক একজন প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীকে গ্রেফতার করার পর শ্বেতা সিংয়ের নাম সামনে আসে।

ইন্ডিয়া টুডে জানায়, শ্বেতা সিংকে উত্তরাখন্ডের আদালতে পেশ করে মুম্বাইতে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ট্রানজিট রিমান্ড চাইবে। পুলিশের এক মুখপাত্র বলেছেন, মুম্বাইয়ে শ্বেতা সিং এবং ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্যে একে অপরের মুখোমুখি করা হবে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, শ্বেতা সিং বাবা-মা উভয়কেই হারিয়েছেন। ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শ্বেতা ৷ তিনি তার মা ক্যান্সারে মারা যান। তার বাবা ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান । শ্বেতার তিন ভাই বোন। তার বড় বোন যিনি একজন বাণিজ্য স্নাতক এবং তার ছোট ভাই এবং বোন স্কুলের ছাত্র।

বিবিসি জানায়, বুল্লি বাই নামের এই অ্যাপটি একটি ওপেন সোর্স অ্যাপ, যা গিটহাব নামে একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে অপারেট করত। মামলা হওয়ার পর গিটহাব কর্তৃপক্ষ এর কন্টেন্ট নামিয়ে দিয়েছে।

এর আগে 'সুল্লি ডিলস' নামে একটি অ্যাপ এবং ওয়েবসাইট ৮০জনেরও বেশি মুসলমান নারীর প্রোফাইল তৈরি করে। তাতে মূলত অনলাইনে ওই নারীদের নিজেদের আপলোড করা ছবি ব্যবহার করা হয় এবং বলা হয় তারা 'ডিলস অব দ্য ডে'। ব্যবসায়িক পরিভাষায় কোন একটি নির্দিষ্ট দিনে নির্ধারিত দামে সেরা অফারকে 'ডিলস অব দ্য ডে' বলে।

বুল্লি বাই কিংবা সুল্লি ডিলস কোন ক্ষেত্রেই, সত্যিকার অর্থে বেচাকেনা ছিল না, কিন্তু এর উদ্দেশ্য ছিল মুসলমান মহিলাদের ব্যক্তিগত ছবি শেয়ার করে তাদের হেয় করা এবং অপমান করা।

বুল্লি বাই'য়ের তালিকায় থাকা দুই জন নারীর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের পুলিশ বেশ কয়েকটি টুইটার হ্যান্ডেল এবং অ্যাপের ডেভেলপারদের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করেছে।

Link copied!