যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসীদের ঢল

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২১, ১১:৪৫ পিএম

যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসীদের ঢল

মেক্সিকো সীমান্তে ঢুকে পড়া হাজারও অভিবাসন প্রত্যাশীর যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হওয়ার সময় শুক্রবার (২৯ অক্টোবর) সিয়াপাস প্রদেশে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে।

বৈধ নথিপত্র দেখিয়ে সাময়িকভাবে মেক্সিকোয় বসবাসের আশ্বাস দেয়া হয় বিভিন্ন লাতিন দেশ থাকা এসব অভিবাসন প্রত্যাশীদের। তবে কর্তৃপক্ষের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা। যেকোনো মূল্যে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সিটিতে পাড়ি জমাতে চান তারা।

কর্তৃপক্ষ জানায়, অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগ মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বাসিন্দা। প্রায় ৪ হাজার অভিবাসন প্রত্যাশীদের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক নারী ও শিশু।

সম্প্রতি মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশী প্রবেশের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। অনুপ্রবেশ রুখতে মেক্সিকোর ওপর চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন।

সূত্র: রয়টার্স।

Link copied!