যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ইতিহাস গড়লেন যাঁরা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২২, ০৮:৫০ এএম

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ইতিহাস গড়লেন যাঁরা

নানা কারণে যুক্তরাষ্ট্রের এবারের এ মধ্যবর্তী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সব প্রার্থীর কাছেই বিজয় আকাঙ্ক্ষিত, বিশেষ কিছু। তবে কারও কারও জয় ইতিহাসও সৃষ্টি করে।

যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে কারা সেই ইতিহাস সৃষ্টি করলেন, কোন কোন প্রার্থী পালটে দিলেন রেকর্ডবুক, তাদের নাম জানাচ্ছে বিবিসির এক প্রতিবেদনে।

কেটি ব্রিট

মঙ্গলবারের ভোটে জিতে রিপাবলিকান প্রার্থী, ৪০ বছর বয়সী কেটি ব্রিট মার্কিন সেনেটে আলাবামার প্রথম নারী প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।

কেটি ব্রিট সিনেটর রিচার্ড শেলবির স্থলাভিষিক্ত হচ্ছেন। রিচার্ড শেলবি ৩৬ বছর সিনেটর হিসেবে দায়িত্ব পালনের পর এবার অবসরে যাচ্ছেন। মধ্যবর্তী নির্বাচনে কেটি ব্রিট ডেমোক্রেটিক পার্টির প্রার্থী উইল বয়িডকে হারিয়েছেন।

ম্যাক্সওয়েল ফ্রস্ট

২৫ বছর বয়সী ম্যাক্সওয়েল ফ্রস্ট ফ্লোরিডার দশম কংগ্রেসনাল আসন থেকে জিতে প্রতিনিধি পরিষদে যাচ্ছেন বলে ভোটের হারে দেখা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষিত হলে তিনি হবেন মার্কিন কংগ্রেসে ‘জেনারেশন জেড’ এর প্রথম সদস্য।

মোরা হিলি

ম্যাসাচুসেটসের গভর্নর হওয়ার দৌড়ে বিজয়ী হওয়ার পথে রয়েছেন ৫১ বছর বয়সী ডেমোক্র্যাট মোরা হিলি; সব ভোট গণনার পর আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষিত হলে এ নারী হবেন প্রথম সমকামী গভর্নর।

সারাহ হাকেবি স্যান্ডার্স

নির্বাচনে স্যান্ডার্সের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট প্রার্থী ক্রিস জোনস। রিপাবলিকান অধ্যুষিত আরকানসাসে তিনি জয় পাবেন-এমনটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

আরকানসাসের গভর্নর নির্বাচনে তহবিল সংগ্রহেও রেকর্ড গড়েছেন সারাহ হাকেবি স্যান্ডার্স। তিনি ৯০ লাখ ডলারের একটি তহবিল গড়ে তোলেন। গভর্নর নির্বাচিত হলে প্রেসিডেন্ট জো বাইডেন ও কট্টর বামপন্থীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

ওয়েস মুর

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা ওয়েস মুর (৪৪)। তিনি হচ্ছেন এই অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর। যুক্তরাষ্ট্রের ২৪৬ বছরের ইতিহাসে মাত্র তৃতীয় নির্বাচিত কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবেও নাম লেখালেন তিনি।

মার্কওয়েন মুলিন

ওকলাহোমায় সিনেটর নির্বাচিত হয়েছেন ৩৫ বছর বয়সী রিপাবলিকান নেতা মার্কওয়েন মুলিন। তিনি এই অঙ্গরাজ্য থেকে ১০০ বছরের মধ্যে প্রথম আদিবাসী আমেরিকান সিনেটর হিসেবে নাম লেখালেন।

জেমস রোজেনার

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন জেমস রোজেনার (২৬)। ডেমোক্রেটিক পার্টির এই সদস্য একজন ট্রান্সজেন্ডার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রান্সজেন্ডার হিসেবে তিনিই প্রথম কোনো অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হলেন।

ক্যাথি হোকুল

নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর ক্যাথি হোকুল পুনর্নির্বাচিত হয়েছেন। এর আগে গতবছর প্রথম নারী হিসেবে গভর্নর পদে শপথ নেন ক্যাথি হোকুল।

Link copied!