যেকারণে ইরানি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের নির্দেশ ইউক্রেনের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০১:৪২ পিএম

যেকারণে ইরানি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের নির্দেশ ইউক্রেনের

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে মস্কোকে ড্রোন সরবরাহ করার অভিযোগে কিয়েভে নিযুক্তে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ইউক্রেন। পাশাপাশি ইরানকে কিয়েভ থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করতে বলেছে জেলেনস্কি সরকার।

তুরষ্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে হামলায় রুশ বাহিনী ইরানের নির্মিত ড্রোন ব্যবহার করছে দাবি করে কিয়েভ প্রতিশোধ হিসেবে ওই দেশটির রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনে হামলায় রাশিয়ার সেনাবাহিনী ইরানি ড্রোন ব্যবহার করার ব্যাপারে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

ইউক্রেনের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে রারুশ বাহিনীকে সহযোগিতা করা এবং নিজ দেশের জনগণকে হত্যায় ইরানের ড্রোন ব্যবহার করার জন্য তেহরানকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানায় ইউক্রেন।

Link copied!