রাজপরিবার ছেড়ে চাকরিতে প্রিন্স হ্যারি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২১, ১১:৫৮ এএম

রাজপরিবার ছেড়ে চাকরিতে প্রিন্স হ্যারি

ব্রিটিশ রাজপরিবার ছেড়ে গত বছর থেকে যুক্তরাষ্ট্রে বাস করা ডিউক অব সাসেক্স হ্যারি এবার নতুন একটি চাকরিতে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের কোচিং অ্যান্ড মেন্টাল হেলথ ফার্ম ‘বেটারআপ’-এর চিফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে প্রিন্স হ্যারি চাকরি শুরু করেছেন।

চলতি মাসের শুরুতে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবার নিয়ে মার্কিন টেলিভিশনে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন। এর রেশ কাটতে না কাটতেই তার নতুন এই চাকরির খবর নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

এক বিবৃতিতে হ্যারি জানান, তার কাজ হলো মানসিক স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য একটি সহানুভূতিশীল পরিবেশ তৈরি করা। যেখানে মানুষ তাদের সঙ্গে সহানুভূতিশীল ও আন্তরিক ব্যবহার করবে।

‘বেটারআপ’  প্রিন্স হ্যারিকে তাদের প্রতিষ্ঠানে যে পদে বসাতে যাচ্ছে, সেই পোস্ট করপোরেট দুনিয়ার প্রতিষ্ঠানগুলোতে খুবই কম দেখা যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে এমন পদ রয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় মোবাইলভিত্তিক পেশাদার কোচিং, কাউন্সেলিং এবং পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘বেটারআপ’। ৬৬টি দেশে ৪৯টি ভাষায় তাদের কার্যক্রম চলছে।

সূত্র: বিবিসি।

 

 

 

 

Link copied!