রাজস্থানের সব মন্ত্রীর পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২১, ০৬:০৫ এএম

রাজস্থানের সব মন্ত্রীর পদত্যাগ

ভারতের রাজস্থানের মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের একদিন আগে অশোক গেহলটের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সব মন্ত্রী আজ শনিবার পদত্যাগ করেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে জানা যায়, শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর তারা পদত্যাগ করেন।

রোববার (২১ নভেম্বর) দুপুর দুইটায় প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক হবার কথা রয়েছে। তারপরেই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে।

রাজস্থানের প্রাক্তন মন্ত্রী প্রতাপ খচারিয়াওয়াস বলেছেন, “সব মন্ত্রী পদত্যাগ করেছেন। মন্ত্রিসভা পুনর্গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কাল দুপুর ২টায় প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক। সেই বৈঠকে সবাইকেই যেতে হবে। বৈঠকেই আমাদের পরবর্তী নির্দেশ দেওয়া হবে।”

এর আগে, শুক্রবার রাজস্থানের ৩ মন্ত্রী কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে পদত্যাগের প্রস্তাব দেন। তারা সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলীয় সংগঠনে কাজ করার এবং পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

Link copied!