রাশিয়ায় প্রাণঘাতী অস্ত্র পাঠাচ্ছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০২:৩৭ পিএম

রাশিয়ায় প্রাণঘাতী অস্ত্র পাঠাচ্ছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য দেশটিতে প্রাণঘাতী অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে চীন। মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস এমন দাবি করেছেন। শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন’কে দেওয়া এক সাক্ষাতকারে সিআইএ প্রধান এমন মন্তব্য করেন।

 

তিনি বলেন, রাশিয়ায় দ্রুত অস্ত্র পাঠানোর ব্যপারে সিদ্ধান্ত দেবে চীন সরকার। তবে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বলেও জানান তিনি।
 
সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় ড্রোন ও যুদ্ধাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে চীন সরকার। সিএনএনকে এ তথ্য দিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা তিনটি সূত্র।
 
এর আগে, জার্মানির মিউনিখ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে চীনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ আনেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।
 
তবে  এসব অভিযোগ নাকচ করে উল্টো ইউক্রেনকে সহায়তার জন্য ওয়াশিংটনকেই দোষারোপ করছে বেইজিং। 

Link copied!