হামজা শাহবাজের শপথগ্রহণ স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২২, ১২:৫৩ পিএম

হামজা শাহবাজের শপথগ্রহণ স্থগিত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হামজা শাহবাজের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেছেন পাঞ্জাবের গভর্নর ওমর সরফরাজ চিমা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গভর্নরের অপসারণের পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-এন।

রবিবার পাঞ্জাবের গভর্নর মর সরফরাজ চিমা এক সংবাদ সম্মেলনে বলেন, পাঞ্জাবের অ্যাসেম্বলিতে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটি খুবই নিন্দনীয়। আমি নিজেও একজন রাজনৈতিক কর্মী, ভোটের জন্য যুদ্ধ করছি এবং এটা খুবই ভুল নজির স্থাপন করা হচ্ছে।

রাজনৈতিক টানাপড়েনের মধ্যে লাহোর হাইকোর্টের নির্দেশে শনিবার প্রাদেশিক পার্লামেন্টের অধিবেশনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন হয়। মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর চড়াও হয়েছেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যরা।

গুরুত্বপূর্ণ ওই অধিবেশনে স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি তার আসন গ্রহণ করলে ইমরান খানের দলের সদস্যরা দল পরিবর্তন করায় তার ওপর হামলে পড়েন।

হামজা শাহবাজের নির্বাচনের ব্যাপারে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি ‘পক্ষপাতমূলক’ কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ওমর সরফরাজ চিমা।

গভর্নর ওমর সরফরাজ চিমা বলেন, সাংবিধানিক অফিসে বসে আমি অসাংবিধানিক কাজ সমর্থন করতে পারি না। আমি এই শপথ গ্রহণের কার্যক্রম শুরু করবো যখন আমি সন্তুষ্ট হবো যে এই নির্বাচন সংবিধান এবং লাহোর হাইকোর্টের আদেশ অনুসারে পরিচালিত হয়েছে।

Link copied!