ভারতের সেনাবাহিনীর সদস্যরা কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরে ২০২১ সালে পাঁচ নারীসহ ২১০ জন কাশ্মীরিকে হত্যা করেছে। এর মধ্যে ৬৫ জন নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকাকালীন কথিত বন্দুকযুদ্ধে মারা যান। শনিবার (১ জানুয়ারি) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, গত বছরের শেষ মাস ডিসেম্বরেই ভারতীয় সেনাদের গুলিতে মারা গেছেন ৩১ কাশ্মীরি। এছাড়া, বছরজুড়ে ২ হাজার ৭১৬ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় নিরপত্তা বাহিনী। শান্তিপূর্ণ সমাবেশসহ নানান কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর হামলায় ৪৮৭ জন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের ওই প্রতিবেদনে আরও জানানো হয়, আগুন বা বোমায় জম্মু ও কাশ্মীরের ৬৭টি ভবন ধ্বংস হয়েছে। সেনাদের হাতে স্বামীর মৃত্যুর কারণে ১৬ জন নারী বিধবা হয়েছেন এবং ৪৪ শিশু এতিম হয়েছে। গত বছর কাশ্মীরে ১৩ জন নারী দলগত ধর্ষণের শিকার হয়েছেন বলেও প্রতিবেদনে উঠে এসেছে।