ডিসেম্বর ২, ২০২৪, ০৭:২০ পিএম
অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে।
নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী মাধবী আক্তার নীলা বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির অন্তর্ভুক্তি জরুরি
সোমবার, ২ ডিসেম্বর ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন। বলেন, নির্যাতনের অভিযোগে রমনা থানায় একজন ভুক্তভোগী নারী মামলার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নারী নির্যাতন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি মুয়াজ আরিফ। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, মামলায় অভিযুক্ত আসামি মুয়াজ আরিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের ছেলে।