গৃহকর্মী আহতের মামলায় অব্যাহতি পেলেন ডেইলি স্টার সাংবাদিক আশফাক, স্ত্রী

আদালত প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১২:১৪ এএম

গৃহকর্মী আহতের মামলায় অব্যাহতি পেলেন ডেইলি স্টার সাংবাদিক আশফাক, স্ত্রী

আদালত চত্ত্বরে সৈয়দ আশফাক ও তার স্ত্রী/ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে আটতলা থেকে নিচে পড়ে গৃহকর্মী আহতের ঘটনায় করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

গত ১৯ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে দুইজনকে অব্যাহতি দেন।

বৃহস্পতিবার আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই হেলাল উদ্দিন এ তথ্য জানান।

২০২৩ সালে ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আশফাকুল হকের বাসার আটতলা থেকে পড়ে আহত হয় ফেরদৌসী নামে এক গৃহকর্মী। পরে এ ঘটনায় তার মা জোছনা বেগম মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার শিল্পী নামে এক নারীকে আসামি করা হয়।

মামলায় জোছনা বেগম অভিযোগ করেন, মামলার ৩ নম্বর আসামি আসমা আক্তার শিল্পীর বাসায় আমার বড় মেয়ে কাজ করতো। এক মাস আগে সে ওই বাসা থেকে গ্রামে চলে আসে। এরপরই শিল্পী আমার মেঝো মেয়ে ফেরদৌসীকে তার বাসায় কাজের কথা বলে নিয়ে আসে। কিন্তু ২০২৩ সালে ১ আগস্ট তাকে মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বাসায় কাজ করতে পাঠান শিল্পী। ৪ আগস্ট ফেরদৌসী বাসার অরক্ষিত অবস্থায় রাখা নিরাপত্তা বেষ্টনীবিহীন জানালা দিয়ে লাফ দেয়।

পুলিশ প্রতিবেদনে বলা হয়, শিশু গৃহকর্মী ফেরদৌসীকে নির্যাতন করার কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। ফেরদৌসী আদালতে জবানবন্দি দিয়ে বলেছে, সে বাড়ি যাওয়ার জন্য জানালা দিয়ে লাফ দেয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় তদন্ত কর্মকর্তা দুইজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।

উল্লেখ্য, আরেকজন গৃহকর্মী ওই বাসা থেকে মৃত্যুবরণ করার পর আরেকটি মামলা হয় তাদের বিরুদ্ধে। ওই মামলায় দুইজন কারাগারে রয়েছেন।

Link copied!