এপ্রিল ১৭, ২০২৪, ০৫:৫০ পিএম
বাংলা নববর্ষকে বরণ করে নিতে আঁকা আল্পনার ছবি-ভিডিও ধারণের জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে ড্রোন উড়িয়ে পুলিশের হাতে ধরা খেয়েছেন সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার ছেলে হোসেন মোহাম্মদ মায়াজ (২৮)। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।
গত ১৫ এপ্রিল সড়কে ড্রোন উড়িয়ে ভিডিও করার দায়ে শেরে বাংলা থানার দায়িত্বরত পুলিশ তাকে আটক করে। পরে মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে যান ওই এমপি-পুত্র।
আরও পড়ুন: আল্পনা বিতর্ক: পরিবেশ সচেতনতার নাকি অন্যকিছুর ইঙ্গিত?
ড্রোন ওড়ানো প্রসঙ্গে হোসেন মোহাম্মদ মায়াজ বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আঁকা আল্পনার একটি ছবি তোলা ও ভিডিও করার জন্য আমি পূর্বানুমতি ছাড়া আমার ব্যক্তিগত ড্রোন মাভিক এয়ার-৩ ব্যবহার করি। এটা আমার অনিচ্ছাকৃত ভুল।’
জাতীয় সংসদ ভবন ও গণভবন থাকায় ওই এলাকা রেস্ট্রিক্টেড ও নিরাপত্তার স্বার্থে সচেতন থাকা উচিত ছিল জানিয়ে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবেন জানিয়ে এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও আর কখনও করবেন না বলেও কথা দেন মায়াজ।
এদিকে ঘটনার সত্যতা অস্বীকার করেছেন শেরে বাংলা নগর থানার ওসি মু. আহাদ আলী। দ্য রিপোর্ট.লাইভকে তিনি বলেন, ‘এরকম কোনো ঘটনাই ঘটেনি। এলাকায় ড্রোন ওড়াতে দেখে তাকে (এমপি-পুত্র) আমরা ডেকেছিলাম। পরে ছেড়ে দিয়েছি। ব্যাস, এতটুকুই। কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে যায়নি।’