রানা প্লাজার সোহেলের জামিন স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২৪, ০৫:০৫ পিএম

রানা প্লাজার সোহেলের জামিন স্থগিত

ছবি: সংগৃহীত

সাভারের রানা প্লাজা ধসে মৃত্যুর ঘটনায় হওয়ায় মামলায় প্রধান আসামি ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (২ অক্টোবর) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একইসঙ্গে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে, গতকাল (১ অক্টোবর) বিচারপতি মো.আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে ৬ মাসের জামিন দেন। পরে এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০২৩ সালের ৬ এপ্রিল রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে তাকে জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল করেন আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।

এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।

 

Link copied!