পুরুষের চেয়ে নারীরা নাকি বেশিদিন বাঁচেন, এমনটিই জানা গেছে এক গবেষণায়। তবে আরেক গবেষণায় দেখা গিয়েছে, বিবাহিত বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী পুরুষরা নাকি নারীদের চেয়েও বেশিদিন বাঁচেন।
ডেনমার্কের শিক্ষাবিদদের মতে, ২৫-৫০ শতাংশ পুরুষ নারীদের চেয়ে বেশি আয়ু পান। যাদের বেশিরভাগই বিবাহিত ও উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী। বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় প্রায় ২০০ বছর ধরে ১৯৯ দেশের পুরুষ ও নারীর জীবনকালের তথ্যাদি পরীক্ষা করা হয়।
আরও পড়ুনঃযেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও প্রাক্তনকে ভুলতে পারেনি
সমীক্ষায় দেখা গেছে, যে পুরুষদের বিবাহিত বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী আছে তারা নারীদের চেয়েও বেশিদিন বাঁচেন। বিশ্লেষণে আরও দেখা গেছে, উন্নত দেশগুলোতে ১৯৭০ সালের পর থেকে নারীদের বাইরে পুরুষদের বেঁচে থাকার ঝুঁকি কমেছে।
বিশেষজ্ঞদের মতে, আয়ুষ্কালের পার্থক্যের উত্থান ও পতন প্রধানত ধূমপানসহ জীবনধারার বিভিন্ন কর্মকাণ্ডের উপর নির্ভর করে।
গবেষকদের মতে, যদিও পুরুষদের আয়ু সাধারণত নারীদের আয়ুষ্কালের চেয়ে কম ও পুরুষদের মৃত্যুর হার সাধারণত সব বয়সেই বেশি হয়। তবে বিবাহিত ও উচ্চ শিক্ষিত পুরুষদের আয়ু নারীদের চেয়েও বেশি বলে দাবি করেন ডেনমার্কের শিক্ষাবিদরা।
সূত্র: দ্য গার্ডিয়ান