মারা যাওয়ার ৩৯ দিন পর বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃত পেলো রানী। নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ খবর নিশ্চিত করে ই-মেইল পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন খামারের পরিচালক কাজী মো. আবু সুফিয়ান।
রাজধানীর সাভারে চারিগ্রামের শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের খামারের গরু রানীকে নিয়ে হইচই পড়ে যায়। দুই বছর বয়েসি বক্সার ভুট্টি জাতের ২০ ইঞ্চি (৫০ দশমিক ৮০ সেন্টিমিটার) উচ্চতার গরুটির ওজন ছিল ২৬ কেজি।
বছরখানেক আগে খামার মালিক নওগাঁ থেকে গরুটি সংগ্রহ করেন। পরে রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরু দাবি করে চলতি বছরের ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের কাছে আবেদন জানায় শিকড় অ্যাগ্রো কর্তৃপক্ষ। ৪ জুলাই প্রতিনিধিদের মাধ্যমে তা যাচাই করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তবে স্বীকৃত পাওয়া গেল তখন যখন রানী আর নেই।
খামারের পরিচালক কাজী মো. আবু সুফিয়ানজানান, দুর্ভাগ্য এই বিশ্বস্বীকৃতি হাতে পাওয়ার আগেই গত ১৯ আগস্ট অসুস্থ হয়ে মারা যায় রানী।
গিনেজ বুকের আগের রেকর্ড অনুযায়ী, বিশ্বের সর্বকনিষ্ঠ গরুটি ছিল ভারতের কেরালা রাজ্যের। চার বছর বয়সী ওই গরুর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি এবং ওজন ৪০ কেজি।