চাঁদে জমি কিনলেন বাংলাদেশি দম্পতি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৫:৪৪ পিএম

চাঁদে জমি কিনলেন বাংলাদেশি দম্পতি

চাঁদে জমি কেনার দাবি করেছেন বাংলাদেশের এক দম্পতি। বর্তমানে কানাডায় বসবাসরত ওই দম্পতির দাবি, তাঁরা চাঁদে ১০ একর জমি কিনেছেন। গত শনিবার(১৮ সেপ্টম্বের) তারা আমেরিকার ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ওই জমি কিনেছেন বলে দাবি করেন অখিল রায় ও অনুপা হালদা।

এর আগে চাঁদে এক একর জমি কেনার দাবি করেছিলেন বাংলাদেশের সাতক্ষীরার দুই বন্ধু- এস এম শাহিন আলম ও শেখ শাকিল হোসেন। এবার অখিল রায় ও অনুপা হালদা দাবি করেছেন, ‘লুনার অ্যাম্বাসি’ নামের এই সংস্থা তাদের চাঁদে জমি বিক্রি করার ‘চুক্তিপত্র’ পাঠিয়েছে । এই সঙ্গেই চাঁদে যে জমি তাঁরা কিনেছেন, সেই জমির একটি স্যাটেলাইট ছবি, জমির ভৌগোলিক অবস্থান সহ যাবতীয় আইনি নথি, যা দরকার সেগুলিও পাঠিয়েছে ওই সংস্থা।



অখিল রায়ের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামে। তবে, ইউনিভার্সিটি অব সাসক্যাচুয়ান-এ পড়া শেষ করে এখন তিনি কানাডাতে বসবাস করছেন। তাঁর দাবি, চাঁদে জমি বিক্রি করা হচ্ছে জানার পরেই তিনি চান যে চাঁদেও তাঁর নামে জমি থাকবে। এই নিয়ে খোঁজ নিতে শুরু করার পরে চাঁদে জমি কেনার যে প্রক্রিয়া আছে তা পূরণ করেন তিনি।

ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ চাঁদের জমি বিক্রি করছেন। তাঁদের কাছে থেকে নাকি আমেরিকার তিনজন প্রাক্তন রাষ্ট্রপতি, জর্জ ডব্লিউ বুশ, জিমি কার্টার ও রোলান্ড রিগ্যানও চাঁদে জমি কিনেছেন। এমনকি ভারতেরও অনেকই ওই সংস্থার কাছে চাঁদে জমি কিনেছেন।

এবার চাঁদে জমি কিনে দারুণ খুশি অখিল রায়। রামশীল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বীগবিজয় বাড়ৈ গণমাধ্যমে বলেন, ‘আমাদের কলেজের ছাত্র অখিল রায় চাঁদে জমি কিনেছেন শুনে আমরাও খুশি। এই গ্রামের সবাই সেটা জানার পরে এখন সেটা নিয়েই আলোচনা করছেন।’

Link copied!