পরিবারের ভোট না পাওয়ায় সম্পর্ক ছিন্নের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২২, ০২:২০ এএম

পরিবারের ভোট না পাওয়ায় সম্পর্ক ছিন্নের ঘোষণা

বুধবার(৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের পরিবারের সদস্যদের সবার ভোট না পাওয়ায় সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মো. মানিকুর রহমান মানিক নামে এক পরাজিত মেম্বর প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পরাজিত হন। নিজের পরিবারের ৬জন ভোটার থাকা সত্ত্বেও ইউপি সদস্য প্রার্থী মানিক সর্বাসাকুল্যে ৩টি ভোট পেয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে নির্বাচনের ফল প্রকাশের পরদিন বৃহস্পতিবার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন।

স্থানীয় সূত্র জানায়, রামরাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে সদস্য পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ওয়ার্ডের মোট ২ হাজার ৮৬ জনের মধ্যে ১ হাজার ৪২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মানিক আপেল প্রতীকে পেয়েছেন মাত্র ৩ ভোট। তবে তার পরিবারের সদস্যদের মধ্যে ৬ জন ভোটার রয়েছেন। ভোটে হেরেই ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এ ঘোষণা দেন মানিক।

এ বিষয়ে মানিকুর রহমান মানিক গণমাধ্যমে বলেন, “বাবা ও দুই ভাই তাকে ভোট দেননি। তবে তার মা এবং স্ত্রী ভোট দিয়েছেন। এমনকি ভোট কেন্দ্রে দায়িত্বরত তার পোলিং এজেন্টরাও তাকে ভোট দেননি। ফলে আজ(বৃহস্পতিবার) তিনি একান্নবর্তী পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Link copied!