ভোটে হেরে ৫০ টাকার জন্য জয়ী প্রার্থীর সমর্থকের বাড়ি ভাঙচুর!

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২২, ০৩:৩৭ এএম

ভোটে হেরে ৫০ টাকার জন্য জয়ী প্রার্থীর সমর্থকের বাড়ি ভাঙচুর!

ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়া চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মাত্র ৫০ টাকার জন্য জয়ী প্রার্থীর এক সমর্থকের বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও থানা সূত্র জানায়, গত ৫ জানুয়ারি মোক্তারেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন  আনোয়ার হোসেন বাদশা শেখ। নির্বাচনে পরাজিত হন চশমা প্রতীকের প্রার্থী শাহ আলম চৌকিদার। হেরে যাওয়ায় চৌকিদারের সমর্থক কাইফ ব্যাপারী ৭/৮ জন লোক নিয়ে জয়ী প্রার্থীর সমর্থক নওয়াব আলী মাদবরের বাড়িতে বুধবার দুপুরে হামলা করে।

এসময় তারা নওয়াব আলীর বাড়িতে প্রবেশ করে তার নাতি অনিক মাদবরকে বলেন, তোর কাছে ৫০টাকা পাই তুই বাদশা শেখের দল করছস কেন? এই বলেই ৬টি ঘর কুপিয়ে ভাঙচুর করে। একই সঙ্গে নওয়াব আলীর ছেলের বউ বিউটি আক্তারকে কুপিয়ে আহত করে ৪৭ হাজার টাকা ও  স্বর্ণালংকার নিয়ে যায়।

বিউটি আক্তার গণমাধ্যমে বলেন, “আমরা বাদশা শেখের দল করায় তারা এই হামলা করে। এসময় পরাজিত প্রার্থীর সমর্থকরা আমার ছেলে অনিককে কিল-ঘুষি মেরে বলে, তোর কাছ থেকে ৫০ টাকা পাই। তুই বাদশা শেখের দল করচস কেন? এই বলে দেশীয় অস্ত্র নিয়ে ঘর কোপাতে শুরু করে। আমি বাঁধা দিলে আমার হাতে কোপ দেয়। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবো।”

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, ঘটনা জানতে পেরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।” এখনও কেউ অভিযোগ করেনি জানিয়ে তিনি আরও বলেন, “অভিযোগ আসলে আমরা অভিযোগ নিব।”

Link copied!