খালেদা জিয়াকে হত্যার জন্য সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার: মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক

জুন ২৩, ২০২৪, ০২:২৭ পিএম

খালেদা জিয়াকে হত্যার জন্য সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার:  মির্জা ফখরুল

নয়াপল্টনে দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার জন্য সরকার সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

রোববার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এই অভিযোগ করেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বিনা চিকিৎসায়, অবরুদ্ধ অবস্থায় তিনি (খালেদা জিয়া) আজ মৃত্যু শয্যায়। তাঁর জীবন-মৃত্যু একেবারে সন্ধিক্ষণে। তাঁর সুচিকিৎসা করার জন্য আমাদের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব, সেই চেষ্টাই আমাদের করতে হবে।”

শেখ হাসিনার উদ্দেশে তিনি আরও বলেন, “শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি খালেদা জিয়াকে হত্যার জন্য, রাজনীতি থেকে সরিয়ে দিতে, তাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছেন।”

মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়া এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের অনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে কারারুদ্ধ রয়েছেন। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য আটক রাখা হয়েছে। তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে বন্দীই আছেন তিনি, অবরুদ্ধ আছেন।”

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, “এই সরকার সমগ্র দেশটাকেই বিক্রি করে দিয়েছে। প্রধানমন্ত্রী ভারতে গিয়ে ১০টি চুক্তি করেছেন। কিন্তু আমাদের যে সমস্যাগুলো, তিস্তার পানির ন্যায্য হিস্যা যে আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি আমরা পাই না। উপরন্তু তিস্তা প্রকল্পে বিনিয়োগ করার জন্য ভারত প্রস্তাব দিয়েছে। আমাদের প্রশ্ন খুব স্পষ্ট, আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বণ্টন চাই। অভিন্ন যে নদীগুলো আছে, সেগুলোর সবগুলোর আমরা ন্যায্য হিস্যা চাই। এটা আমাদের অধিকার। এই কথাগুলো বলতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে।”

Link copied!