নভেম্বর ২৯, ২০২৪, ০৩:৫৫ পিএম
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত এক সভায় বক্তারা এ মন্তব্য করেছেন।
শুক্রবার, ২৯ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সিপিবির উদ্যোগে আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সিপিবি সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। সূচনা বক্তব্য উত্থাপন করেন সিপিবির আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি ডা. আবু সাইদ, শান্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাকিল আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিবির কেন্দ্রীয় সদস্য লাকী আক্তার।
সমাবেশে যুদ্ধবিরোধী গান পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর ২৯ নভেম্বর প্যালেস্টাইনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।