পপ গায়ক থেকে বিখ্যাত উপন্যাসিক ড্যান ব্রাউন

ডেস্ক প্রতিবেদন

জুন ২৩, ২০২১, ০২:৩৩ এএম

পপ গায়ক থেকে বিখ্যাত উপন্যাসিক ড্যান ব্রাউন

মাথায় ছিল সংগীতের ভূত। আর সে কারণেই ক্যারিয়ার শুরু করেন একজন গীতিকার এবং পপ গায়ক হিসেবে। এই পেশায় খুব একটা সফলতা না মিললেও দারুণ সফল হন কলম হাতে। ২০০৩ সালে বিশ্বে সর্বোচ্চ বিক্রি হওয়া উপন্যাসটি লেখেন তিনি। কী, চিনতে পারছেন না? আলোচনা হচ্ছে বিখ্যাত 'দ্য ভিঞ্চি কোড' গোয়েন্দা থ্রিলারের লেখক ড্যান ব্রাউনকে নিয়ে। সর্বকালের সফল উপন্যাসিকদের একজন ড্যান ব্রাউনের জন্মদিন আজ ২২ জুন।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক্সিটারে জন্মগ্রহণ করেন ডন ব্রাউন, এখানেই বেড়ে ওঠা। পরিবারের তিন সন্তানের মধ্যে বড় ড্যান। সঙ্গীতের শুরু তার মার সঙ্গে থেকে। কেননা মা কনস্টান্স (কনি) ছিলেন পেশাদার বাদক যিনি চার্চে অর্গান বাজাতেন। তার বাবা রিচার্ড জি. ব্রাউন ছিলেন একজন বিখ্যাত গণিত শিক্ষক।

আসলে খ্রিস্টানপন্থী ভাবধারায় বেড়ে ওঠেন ড্যান ব্রাউন। আর তার লেখায় ধর্মীও বিভিন্ন বিষয় বেশি প্রাধান্য পেয়েছ সম্ভবত এই কারণেই। শৈশবের অধিকাংশ সময় চার্চ ও চার্চের শিবিরে কাটিয়েছেন তিনি। ফিলিপস্ এক্সিটার থেকেই নিজের স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর এই মার্কিন লেখক যোগ দেন ব্রাউন অ্যামহার্স্ট কলেজে। সেখানে স্কোয়াশ খেলা আর অ্যামহার্স্ট গ্লি ক্লাবে গান গেয়ে দিন কাটতো তার। একইসাথে ঔপন্যাসিক অ্যালান লেলচাকের একজন ছাত্র হিসেবে তার লেখায় সহযোগিতা করতেন। কিন্তু লেখালেখি বাদ দিয়ে ১৯৮৬ সালে পেশাদার সংগীত শিল্পী বনে যান তিনি। এরপর শিশুতোষ সঙ্গীত রেকর্ড করে বাজারে ছাড়েন তিনি। কিন্তু ক্যাসেট খুব একটা বিক্রি হয়নি। ব্যক্তিগতভাবে রেকর্ডিং স্টুডিও খুলেও রেকর্ড করেন তিনি। এবারও ব্যর্থতা।

১৯৯৪ সালে উপন্যাস লেখার চিন্তা প্রথম মাথায় আসে ড্যান ব্রাউনের। অবশ্য তার আগে সঙ্গীত চর্চার পাশাপাশি শুরু করেছেন শিক্ষকতা। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি রম্য লেখেন তিনি যার নাম '১৮৭ ম্যান টু অ্যাভয়েড: এ গাইড ফর রোমান্টিক্যালি ফ্রাস্ট্রেটেড উইমেন'। ১৯৯৮ সালে তার প্রথম উপন্যাস প্রকাশ পায় যার নাম ডিজিটাল ফোরট্রেস। টেকনো থ্রিলার ধরণের এই লেখা মানুষ সাদরে গ্রহণ করেন। ২০০০ সালে তার আরেকটি জনপ্রিয় উপন্যাস প্রকাশ পায় যার নাম অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস। এই বছর সর্বোচ্চ বিক্রি হওয়া বইয়ের তালিকায় ছিলো নন-ফিকশন থ্রিলার উপন্যাসটি। এরপর এক বছর পরই রহস্য থ্রিলার উপন্যাস 'ডিসেপশন পয়েন্ট' নিয়ে হাজির হন তিনি। এই উপন্যাসটিও সমালোচক ও পাঠকদের দৃষ্টি কাড়ে।

কিন্তু সবচাইতে বেশি আলোড়ন তোলে দ্য দা ভিঞ্চি কোড। ২০০৩ সালে সবচাইতে বেশি বিক্রিত বই এটি। এই বই বাংলাসহ বর্তমানে অসংখ্য ভাষায় অনুবাদ হয়ে ছড়িয়ে গেছে বিশ্বে। সেই সঙ্গে সকলের মুখে মুখে পরিচিতি পেয়েছে ড্যান ব্রাউনের নাম। এ ছাড়াও এই উপন্যাস অবলম্বনে তৈরি হয় চলচ্চিত্র। চলচ্চিত্রটিও ছিলো দারুণ ব্যবসা সফল। ২০০৯ সালে তার আরেকটি উপন্যাস 'দ্য লস্ট সিম্বল' প্রকাশিত হয়। দর্শক জনপ্রিয়তার পাশাপাশি এটি নিয়েও নির্মিত হয় চলচ্চিত্র। ড্যান ব্রাউনের অন্যতম সৃষ্টি রবার্ট ল্যাংডন চরিত্র যাকে ঘিরে লেখা হয়েছে এঞ্জেল এন্ড ডিমনস, দ্য দ্য ভিঞ্চি কোড, দ্য লস্ট সিম্বল, ইনফার্নো এবং অরিজিন উপন্যাস পাঁচটি।

Link copied!