জাকারবার্গের সাথে ‘কেইজ ম্যাচ’ করার ইচ্ছা ইলন মাস্কের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২৩, ০৮:৩০ পিএম

জাকারবার্গের সাথে ‘কেইজ ম্যাচ’ করার ইচ্ছা ইলন মাস্কের

সংগৃহীত ছবি

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে ‘কেইজ ম্যাচ’ অর্থাৎ খাঁচাবদ্ধ রিংয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। অন্যদিকে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন ফেসবুক নির্বাহী।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই প্রস্তাব দেওয়া ও গ্রহণ করা হয়েছে।

ইলন মাস্ক প্রথমে টুইট করেন, ‘আপ ফর আ কেইজ ম্যাচ’ বা খাঁচার মধ্যে লড়াইয়ের জন্য প্রস্তুত। জবাবে মার্ক জাকারবার্গ লেখেন, ‘সেন্ড মি দ্য লোকেশন’, অর্থাৎ লড়াই কোথায় হবে, জানান।

এই বিষয়ে মেটার এক মুখপাত্র বলেছেন, ‘এই ঘটনা থেকেই বোঝা যায়, বিষয়টি প্রকৃত অর্থে কী’।

তবে ইলন মাস্ক ওই পর্যন্তই থেমে থাকেননি। জাকারবার্গ তাঁর কাছে লড়াইয়ের ভেন্যু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভেগাস অক্টাগন’। এই স্থানটিতে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের ম্যাচ অনুষ্ঠিত হয়। 

অবশ্য খাঁচায় লড়াইয়ের আগেই টুইটারে এত দফা লড়াই তাঁরা করে নিয়েছেন। অর্থাৎ ফের টুইট করেন ইলন মাস্ক। সেখানে লেখেন, ওয়ালরাস নামে আমার এক বিশেষ কৌশল আছে, যার মাধ্যমে আমি কেবল প্রতিপক্ষের ওপর বসে থাকি আর কিছু করি না।

মাস্ক আরও বলেছেন, ‘আমি কোনো ব্যায়াম করি না, বাচ্চাদের কোলে নিয়ে শূন্যে ছুড়ে দেওয়া ছাড়া।’

তবে ৩৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ ইতিমধ্যে মিশ্র মার্শাল আর্টে প্রশিক্ষণ নিতে শুরু করেছেন, সম্প্রতি তিনি জ্যু জিতসু প্রতিযোগিতায় জিতেছেন। তবে বিবিসি টুইটারের সঙ্গে যোগাযোগ করলেও তারা এ বিষয়ে মন্তব্য করেনি।

ব্যবসার জগতের বাইরের এই কথার লড়াই বেশ জনপ্রিয়তা পেয়েছে নেটিজেনদের মধ্যে। কে জিতবেন এই লড়াই তা নিয়ে চলছে মিম ও পোস্টার বানানো।

এর আগে জুন মাসের শুরুতে মেটা টেক্সটভিত্তিক নতুন এক সামাজিক মাধ্যম বাজারে নিয়ে আনার পরিকল্পনা কর্মীদের কাছে উপস্থাপন করে। মূলত টুইটারের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য এই মাধ্যম নিয়ে আসার পরিকল্পনা করছে তারা।

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। এ ছাড়া মাসটোডোন নামের বিকেন্দ্রীকৃত প্ল্যাটফর্ম থেকেও ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে আসতে পারবেন।

মেটার মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, এই প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু হয়েছে।

ধারণা করা হচ্ছে, আপাতত পি৯২ নামের এই প্ল্যাটফর্ম ইলন মাস্কের টুইটারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। সম্ভবত সে কারণেই ইলন মাস্ক এভাবে মার্ক জাকারবার্গকে লড়াইয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

Link copied!