একদিন বন্ধ থাকার পর আবারও মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুইটার দিকে মোবাইল ইন্টারনেট চালু হয়। এ ছাড়া বেলা ১১টা থেকে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু হয়েছে।
গতকাল রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও প্রাণহানিসহ উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল অপরেটররা ফোর-জি সেবা বন্ধ করে দেয়। দুপুর একটা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করে দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানায় মোবাইল অপারেটর কোম্পানিগুলো। তারা জানান, ফোর-জি সেবা বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।
পাঁচদিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি ও রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এই সেবা চালু করা হয়। পরে ২৮ জুলাই বিকেল তিনটা থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়।
এদিকে সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফলে সোমবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি রয়েছে।