যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিজস্ব স্ট্রিমিং পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে। এই পরিষেবায় মহাকাশ অভিযান সরাসরি সম্প্রচার করা হবে। নিজস্ব ভিডিও সিরিজসহ নতুন নতুন অনুষ্ঠানও এতে দেখানো হবে। চলতি বছরের শেষের দিকে আসবে ‘নাসা প্লাস’ নামে এই স্ট্রিমিং পরিষেবা।
প্রযুক্তিবিষয়ক পোর্টাল সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নাসা প্লাসের ট্রেলার থেকে সম্ভাব্য কিছু সিরিজ ও চ্যানেলের নাম পাওয়া গেছে। সেগুলো হলো– নাসা টকস, স্পেস আউট, দ্য কালার স্পেস, নাসা কিডস, নাসা এক্সপ্লোরালস, ওয়েব স্পেস টেলিস্কোপ, ফার্স্ট লাউট, নাসা ইন স্পেনিওল, লুসি, মার্স ইজ হার্ড, নাসা এক্সপ্লোরালস: ওসিরেস রেক্স ও আর্টিমিস ১: পাথ টু দ্য প্যাড
নাসার অফিস অব কমিউনিকেশনের সহযোগী প্রশাসক মার্ক এটকাইন্ড বলেন, ‘কীভাবে নাসা মহাকাশের অজানাকে জানার চেষ্টা করে, আবিষ্কারের মাধ্যমে অনুপ্রেরণা তৈরি করে এবং মানুষের সুবিধার জন্য উদ্ভাবন করে থাকে, তার গল্প এই ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আরও ভালভাবে বলতে পারব।’
নাসা প্লাস বিনামূল্যে ব্যবহার করা যাবে ও পরিষেবাটিতে কোনো বিজ্ঞাপন থাকবে না। এটি অ্যাপল টিভি, ফাইয়ার টিভি ও রকু সহ বিভিন্ন স্ট্রিমিং মিডিয়া প্লেয়ারের পাশাপাশি আইওস ও এন্ড্রোয়েড নাসা অ্যাপে ও ডেস্কটপে পাওয়া যাবে।
নাসার একটি ব্লগপোস্ট থেকে জানা যায়, তাদের ওয়েবসাইট ও অ্যাপও আপডেট হবে। ওয়েবসাটে নতুন আপডেটের পর নাসার মহাকাশ অভিযান ও গবেষণা, জলবায়ুর তথ্যসহ আরও তথ্য পাওয়া যাবে। এখন স্ট্রিমিং পরিষেবার বেটা ভার্সন পাওয়া যাচ্ছে।