সহজ হচ্ছে এক্সেলে হিসাবনিকাশ

শামস তারেক আজিজ

আগস্ট ২৮, ২০২৩, ১১:২৬ পিএম

সহজ হচ্ছে এক্সেলে হিসাবনিকাশ

সংগৃহীত ছবি

সাম্প্রতিককালে মাইক্রোসফট তাদের ডাটা এনালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশনের দিকে জোর দিচ্ছে। এর অংশ হিসেবে এক্সেল ব্যবহারকারীদের জন্য আসতে যাচ্ছে সুখবর। এক্সেলে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, পাইথন যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহেই নতুন এই পদ্ধতিটিকে প্রিভিউ করতে পারছেন এর ইনসাইডার বেটা চ্যানেলে থাকা ব্যবহারকারীরা। এতে আগের থেকে আরও সহজ হবে এক্সেল ব্যবহার করে হিসাবনিকাশ। 

পাইথন একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। এক্সেলে পাইথন যুক্ত হলে ব্যবহারকারীরা তাদের উপাত্ত বিশ্লেষণ ও উপাত্তের ভিজ্যুয়ালাইজেশন করতে পারবেন। কোড ইনপুটের মাধ্যমে নিমেষেই যুক্ত করতে পারবেন রেখাচিত্র, পিভোট টেবিলসহ আরও অনেক কিছুই। পাইথন ব্যবহার করতে নতুন করে ডাউনলোড করতে হবেনা কোন সফটওয়্যার, এমনকি এড অনও করা লাগবে না এতে। আগে থেকেই ইন্টিগ্রেট হয়ে থাকবে এক্সেলে।

এ সম্পর্কে মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার স্তেফান কিনেস্ট্র্যান্ড জানিয়েছেন, “আপনি এখন এক্সেলে পাইথনের ডাটা ম্যানিপুলেট ও এনালাইজ করতে পারবেন। এক্সেলের ফর্মুলা, চার্ট, পিভোট টেবিল ব্যবহারের মাধ্যমে আপনার পরিকল্পনাকে আরও সুদূরপ্রসারী লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারবেন। আর এখন থেকে আপনারা অ্যাডভান্স ডাটা এনালিটিক্সের মাধ্যমে এক্সেলের পরিচিত পরিবেশে পাইথন সরাসরি ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাদের শুধুমাত্র এক্সেল রিবনের সাহায্য নিতে হবে।”

এসম্পর্কে পাইথনের জনক গুইডো ভ্যান রোসাম জানিয়েছেন, ‍ ‘‘পাইথন ও এক্সেলে এই সংযোগে আমি খুবই খুশি। এই সহযোগিতার কারণে এক্সেল ও পাইথন কমিউনিটির সক্ষমতাও বাড়বে। বছর তিনেক আগে যখন আমরা মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হই, তখন কল্পনাও করিনি, এমনটা করা যাবে। কিন্তু আজ তা সম্ভব হয়েছে।”

মাইক্রোসফট বলছে আপাতত এক্সেলে পাইথন ব্যবহার করতে লাগবে মাইক্রোসফট ৩৬৫ এর সাবস্ক্রিপশন। যদিও প্রিভিউ শেষে সাধারণ ব্যাবহারকারীরা সামান্য কিছু ফিচার চালাতে পারবেন সাবস্ক্রিপশন ছাড়াই।  

Link copied!