অভিনেতা ফারুকের রক্তে ইনফেকশন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২১, ১০:২৪ পিএম

অভিনেতা ফারুকের রক্তে ইনফেকশন

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। গতকাল জনপ্রিয় এই অভিনেতার রক্তে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের অধীনে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। এরপরই জানা যাবে তার সর্বশেষ শারীরিক অবস্থা।

রবিবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারহানা পাঠান।

তিনি বলেন, শুক্রবার ফারুকের রক্তে ইনফেকশন ধরা পড়েছে। সেটির কালচার রিপোর্ট না আসা পর্যন্ত চিকিৎসকরা কিছু বলতে পারবে না। রক্তে সংক্রমণের কারণে ফারুকের শরীরটা একটু খারাপ করেছিলো। এখন তিনি ভালো আছে। ফারুক আমাকে বলেছেন, যারা ফোন করছেন, সবার কাছে যেন তার জন্য দোয়া চাই।

ফারহানা পাঠান আরও বলেন, চিকিৎসকরা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন তাকে। এরপরই জানা যাবে তার সর্বশেষ শারীরিক অবস্থা। সিটি স্ক্যান করেই আমাদের ঢাকায় ফেরার কথা ছিলো। কিন্তু চেক-আপের মধ্যেই ফারুকের রক্তে সংক্রমণ ধরা পড়ে।

প্রসঙ্গত, গত আট বছর ধরে সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে আসছেন ফারুক। এখনো তিনি আছেন ডা. লাইয়ের তত্ত্বাবধানে।

Link copied!