সম্প্রতি ছিনতাইকারীর কবলে পড়েন মডেল ও দন্ত চিকিৎসক নায়লা নাঈম। রবিবার (১০ অক্টোবর) সকালে মগবাজার রেল ক্রসিংয়ে তার ওপর আক্রমণ করে ছিনতাইকারী দল। তখন তিনি স্কুটিতে ছিলেন। স্কুটি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি।
দ্য রিপোর্ট ডট লাইভকে তিনি বলেন, ‘গতকাল দুপুরবেলা এ ঘটনা ঘটে। তখন আমি স্কুটি নিয়ে মগবাজার রেল ক্রসিংয়ে পার হচ্ছিলাম। ঠিক তখনই কিছু ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো সামনের দিকের মোবাইল এবং টুকটাক রাখার যে ব্যাগ সেটা টানা-হ্যাঁচড়া শুরু করে। স্কুটির গতি কম ছিল কারণ রেলক্রসিং পার হচ্ছিলাম। সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। একজনের হাতে ধারালো কোনো একটা কিছু থাকায় প্রকাশ্যে অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিল না এবং আমি পড়ে যাওয়ার পড়েও ছেলেটা ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল। পরে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌঁড়ে এসে আমাকে রক্ষা করে।’
দিনের আলোতে সবার সামনে এই ধরনের একটা ঘটনা ঘটায় কেউ দ্রুত এগিয়ে না আসায় তিনি হতবাক হয়েছেন। তিনি বলেন, হয়তো অল্পের ওপর দিয়ে বেঁচে গিয়েছি। কিন্তু এগুলোর সমাধান আসলে কোথায়? এই বিষাক্ত শহরে আমি আর থাকতে চাই না!’
ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করার ইচ্ছে ছিল নায়লার। ডেন্টাল কলেজে পড়ার সময়ে তিনি মডেলিংয়ে পাঁ রাখেন। পরবর্তীতে তিনি 'ভিট, ইউ-গট-দ্য লুক' প্রতিযোগিতায় শীর্ষ দশে নিজের জায়গা করে নেন।