কাবিলার মুক্তির দাবি ভক্তদের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২১, ০৯:৫৮ এএম

কাবিলার মুক্তির দাবি ভক্তদের

বর্তমান সময়ের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৩’ নাটকটি। ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে নাটকটির ৭৯ তম অর্থাৎ শেষ পর্ব প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোড়ন তৈরি হয়েছে।

নাটকের শেষের অংশে কাবিলাকে পুলিশ গ্রেপ্তার করায় কাবিলার মুক্তির জন্য দাবি করছে ভক্তরা।  হুমায়ুন আহমেদের ‘কোথাও কেউ নেই’-র ‘বাকের ভাই চরিত্রটি এখন পর্যন্ত সকলের কাছে পরিচিত এবং প্রিয়। নাটকে বাকের ভাইয়ের ফাঁসি দর্শকের মাঝে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। আসাদুজ্জামান নূরের অভিনয় মানুষকে এতটাই আপন করে নিয়েছিল যার ফাঁসিতে রাস্তায় নেমেছিল দর্শকরা। ঠিক এমনটাই হয়েছে এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নিয়ে। গল্পের সবচেয়ে আলোচিত চরিত্র কাবিলার গ্রেপ্তারকে ঘিরে এই সমাপ্তির প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্তরা।  

যেহেতু বর্তমানে আলোচনা সব সামাজিক মাধ্যমে তাই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ভক্তরা এখানেই কাবিলাকে মুক্তির দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছে। শেষ পর্বে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়েছে নাটকটির আলোচিত চরিত্র কাবিলা। তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় বন্ধু শুভকে কাবিলা বলেন, ‘তোরা যদি পারস আমারে ছাড়ানোর ব্যবস্থা কর।’ কাবিলার এ পরিণতি মেনে নিতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ভক্তরা। তাই ফেসবুকে দুটি জনপ্রিয় গ্রুপে এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

‘বাংলা নাটক’ আর ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের গ্রুপে কাবিলা মুক্তির দাবি করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘কাবিলা ভাইয়ের মুক্তি চাই। রোকেয়া আপার লগে কাবিলা ভাইয়ের দেখা করার দাবি জানাই।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের কাবিলার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’। কাবিলাকে মুক্ত করে আনতে ইভেন্টও খুলেছেন এক ভক্ত। লিখেছেন, ‘জেলের তালা ভাঙ্গব, কাবিলাকে আনব।’

জনপ্রিয় এই কাবিলার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। দর্শকের এমন প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সব কিছুই দর্শকদের ভালোবাসা। প্রচুর ফোন পাচ্ছি। সবগুলো সিজনে আমার কাছে চ্যালেঞ্জ ছিল দর্শক ধরে রাখা। মনে হচ্ছে সেটি পেরেছি। সবাই দোয়া করবেন।’ এদিকে নাটকের নতুন সিজন কবে আসবে এ নিয়ে প্রশ্ন অনেকের। এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘শিগগিরই চতুর্থ সিজন বের করব এমনটা নয়। তবে কখনও হয়তো বানাব। নাটকের চরিত্রগুলোর জীবনের পরবর্তী অবস্থাটা আমি এক সময় দেখাতে চাই।’

মোশন রক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ। ব্যাচেলর হয়ে বাসায় থাকা বন্ধুদের গল্প তুলে ধরা হয়েছিল এবারের সিজনে।

Link copied!