গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন লোকগানের প্রতিভাবান কণ্ঠশিল্পী শারমিন আকতার। তাকে উন্নত চিকিৎসার জন্য কয়েকদিনের মধ্যে সিঙ্গাপুর নিতে হবে বলে জানিয়েছেন তার বাবা বাউলশিল্পী হুমায়ুন কবির।
রোববার (২১ নভেম্বর) তার বাবা বাউল শিল্পী হুমায়ুন কবির জানান, ‘‘গত ২ নভেম্বর জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে আমার মেয়েকে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ৬ নভেম্বর হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। মাঝখানে দুইদিন অবস্থা ভালো ছিলো। এরপর থেকেই অবস্থা খারাপ হতে থাকে। রক্তের সেল নষ্ট হচ্ছে। রক্ত উৎপাদন হচ্ছে না ৯ দিন ধরে। ৯ দিনে কোনো উন্নতি হয়নি। জ্বর একটু কমেছে। তাকে দেশের বাইরে নেওয়ার প্রয়োজন। আমার সামর্থ্য খুব বেশি নেই।’’
আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান-২০১৬ চ্যাম্পিয়ন শারমিন আকতার ১৪ দিন ধরে হাসপাতালে।
হুমায়ূন কবির বলেন, “ঢাকা মেডিকেলে শারমিনের চিকিৎসার কোনো কমতি হচ্ছে না। কিন্তু অবস্থার উন্নতি না হলে তো চিকিৎসকদেরও কিছু করার থাকে না। তারপরও আগামী দুই-তিনদিন দেখার পর অবস্থা ভালো না হলে সিঙ্গাপুর বা ভারতে নিয়ে যেতে চাই।”
তিনি বলেন, “আমরা তো বাউল গানের পরিবার। জীবনে টাকার লোভ কখনও ছিল না। টাকার পেছনে ছুটিনি। আর্থিক কষ্টও ছিল না পরিবারে। কিন্তু জীবনে এতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবো তা ভাবিনি। দুই বছর করোনার কারণে কোনো অনুষ্ঠান হয়নি। তাই বাধ্য হয়ে বলতে হচ্ছে, কেউ যদি আমার মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করতে চান তা সাদরে গ্রহণ করবো।”