জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফটের একটি কনসার্টে ভক্তদের নাচানাচির পর ভূকম্পন অনুভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে। একজন ভূকম্পবিদ জানিয়েছেন, কম্পনটি ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।
সিয়াটলের লুমেন ফিল্ডে গত ২২ ও ২৩ জুলাই এই কনসার্ট আয়োজিত হয়। জ্যাকি ক্যাপলান-অরব্যাচ নামের ওই ভূকম্পবিদ জানিয়েছেন, সুইফট ভক্তদের নাচানাচি ও সাউন্ড সিস্টেমের কারণে এই ভূকম্পন অনুভূত হয়েছে।
এবারের ভূকম্পনটির সঙ্গে তুলনা করা হচ্ছে সিয়াটলেই হওয়া ২০১১ সালের ‘বিস্ট কুয়াক’-এর সঙ্গে। সেবার আমেরিকান একটি ফুটবল লিগের ম্যাচশেষে দর্শকদের উদযাপনের পর ভূকম্পন অনুভূত হয়।