আগামী ১৯ মে মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমাটি। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। সিনেমাটির গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত।
১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে ‘মা’ চলচ্চিত্রে। সেই অসহায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। ‘মা’ সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া।
বিশ্ব মা দিবস উপলক্ষে ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু মুক্তির আগেই সিনেমাটি যাচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচিচত্র উৎসবে।
সিনেমাটির পরিচালক অরণ্য আনোয়ার জানান, মা সিনেমার জন্য এটা খুব আনন্দের খবর। এবার মা যাচ্ছে কান উৎসবে। আমার দীর্ঘ ক্যারিয়ারের প্রথম ছবি 'মা'। যা আমাদের দেশে মুক্তি পাচ্ছে ১৯ মে। পাশাপাশি ছবিটি কানেও প্রিমিয়ার করতে যাচ্ছি। একজন নির্মাতার কাছে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।
এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে পরীমনি জানান, ‘এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। কারন, ‘মা’ সিনেমার যখন শুটিং করছিলাম, তখন চার মাসের রাজ্য আমার পেটে ছিল। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি।
আর এখন যখন ছবিটি মুক্তির মিছিলে, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।’ আর তার সাথে বারতি আনন্দ লাগছে যে সিনেমাটি এবার কান চলচিচত্র উৎসবে যাচ্ছে।'
‘মা’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য প্রমুখ।