ফিল্মফেয়ারে জয়ার জয়জয়কার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ০২:৫৭ পিএম

ফিল্মফেয়ারে জয়ার জয়জয়কার

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এপার ওপার দুই বাংলায় সমান জনপ্রি‍য়। তৃতীয়বারের মতো জিতলেন ভারতের ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’এর বাংলায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। 'বিনিসুতোয়' সিনেমায় অভিনয়ের জন্য জনপ্রিয় শাখায় এই সম্মাননা পেয়েছেন তিনি। এ নিয়ে হ্যাটট্রিক করলেন জয়া। 

Review of Ritwick Chakraborty and Jaya Ahsan starrer Binisutoy: Without  strings movie | Sangbad Pratidin

অতনু ঘোষ পরিচালিত 'বিনিসুতোয়' ছবিতে প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতলেন জয়া আহসান। এ ছবি পুরস্কার পেয়েছে আরো দুটি শাখায়। একটি সমালোচকের চোখে সেরা ছবি ও সম্পাদনায় সেরা ছবি হিসেবে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জয়া বলেন, ‘আমি ভাবিনি যে পপুলার ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে যাব। খুব ভালো লাগছে। আয়োজকেরা আমার কাজ পছন্দ করেন, ফলো করেন। আমি পুরস্কৃত হওয়ায় তারাও আনন্দিত। সকালে বিহারের ঝাড়খান্ড থেকে ট্রেনে করে কলকাতা পৌঁছেছি। সেখানে কালান্তর ছবির শুটিং চলছিল। এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল।'

এ বছর 'বিনিসুতোয়' ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌঁড়ে জয়াকে লড়তে হয়েছে অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী এবং রুক্সিনী মৈত্রের সঙ্গে। এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি 'বিজয়া''রবিবার'-এর জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান।

তার আগে ২০১৮ সালে 'বিসর্জন' সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি।

Link copied!