ফেমিনা মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের মেয়ে নন্দিনী গুপ্তা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৩, ০৮:০৭ পিএম

ফেমিনা মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের মেয়ে নন্দিনী গুপ্তা

এবারের ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জিতলেন রাজস্থানের ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা। ১৫ এপ্রিল রাতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় মিস ইন্ডিয়া ২০২৩-এর জমকালো আসর। সেখানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে। 

দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ হন এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হন। মিস ইন্ডিয়া সংস্থা জানায়, নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাব রেখেছেন ধনকুবের রতন টাটা। মানবতার জন্য রতন টাটা সবকিছু করে থাকেন এবং এর বেশিরভাগই দাতব্য কাজে দান করেন। রতন টাটার পাশাপাশি তিনি অনুসরণ করেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকেও। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তাঁর জীবনের প্রেরণা। একটি সাক্ষাৎকারে নন্দিনী আরও বলেছেন, ১০ বছর বয়স থেকে তিনি মিস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন দেখে আসছেন।

Femina

আরব আমিরাতে এক জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে। ছবি: সংগৃহীত

নন্দিনীর জন্ম রাজস্থানের কোটায়। তিনি শিক্ষা অর্জন করেন সেন্ট পলস সিনিয়ার সেকেন্ডারি স্কুল এবং লালা লাজপত রয় কলেজ, রাজস্থান থেকে। তিনি স্নাতকোত্তর করেছেন ব্যবসা শিক্ষায়। 

অবসর সময়ে নন্দিনী নাচতে, সিনেমা দেখতে এবং ঘুরাঘুরি করতে পছন্দ করেন। তিনি একজন পশুপ্রেমি এবং সামাজিক মাধ্যমে প্রচুর কুকুর বিড়ালের ছবি পোস্ট করে থাকেন। 

ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ এর খেতাব জেতার পর তিনি বলেছেন, কোটার আঞ্চলিক শিল্পকে তিনি সহযোগিতা করবেন। নন্দিনী আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়ও অংশ নেবেন বলে জানিয়েছেন।

Link copied!