বলিউড অভিনেতা আয়ুস্মান খুরানা তাঁর বাবাকে বাবা’ নয়, বরং ‘বন্ধু’ বলতেই স্বচ্ছন্দ বোধ করতেন। গত ১৬ মে পঞ্জাবের মোহালির এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনতার বাবা পি খুরানা। চণ্ডীগড়ের মণিমজ্র শ্মশানে আয়ুষ্মান তাঁর বাবার সমাধি দিয়েছেন।
সদ্য পিতৃহারা হয়েছেন আয়ুষ্মান খুরানা। মানসিকভাবে বিপর্যস্ত অভিনেতা নিজমুখে কিছুই জানাননি। শোকসংবাদ ভাগ করে নিয়েছিলেন অভিনেতার মুখপাত্র। চণ্ডীগড়ে বাবার শেষকৃত্য করতে দেখা যায় আয়ুষ্মানকে। সাথে ছিলেন ভাই অপারশক্তি খুরানাও। সেই ছবি ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। কিন্তু তারপরই বিপত্তি!
শববাহী গাড়ি থেকে বাবার মরদেহ কাঁধে করে নামানোর এক ছবি ঘিরে ব্যাপক সমালোচনা সেই থেকে। আয়ুষ্মানের চোখে রোদচশমা। তা দেখে আছড়ে পড়ছে কটাক্ষের বানও। নেটাগরিকরা মন্তব্য করেছেন, সানগ্লাস পরে বাবার শেষকৃত্য?
কেউ মন্তব্য করেছেন, সানগ্লাস খুলে শোকপ্রকাশ করুন। শ্মশানযাত্রায় এটা মানায় না।
অপর একজন বলেছেন, এই চশমাটা পরা কি খুব জরুরি ছিল?
অনুরাগীদের অনেকে যদিও অভিনেতার পক্ষ নিয়েই কথা বলেছেন। তাঁদের বক্তব্য, চশমা পরা অপরাধ নাকি? এই অভিনেতার দুঃখেই তো কাঁদছিলেন একটু আগে!
কেউ বলেছেন, খুব রোদ নিশ্চয়ই। এ ভাবে বলছেন কেন?
সূত্র: এনডিটিভি