বিয়ে করলেন আরিয়ানা গ্রাণ্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২১, ০৬:৩৭ পিএম

বিয়ে করলেন আরিয়ানা গ্রাণ্ডে

বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন পপস্টার- গীতিকার আরিয়ানা গ্রান্ডে এখন অফিশিয়ালি বিবাহিত! ২৭ বছর বয়সী আরিয়ানা সম্প্রতি বাগদত্তা ডাল্টন গোমেজকে বিয়ে করেন বেশ গোপনীয়তা মেনে। বিয়েল আয়োজন ছিল খুবই ব্যক্তিগত, মাত্র ২০ জনেরও কম সেখানে উপস্থিত ছিলেন সেখানে।

মার্কিন সাময়িকী পিপল জানিয়েছে, আরিয়ানা ও ডাল্টন বিয়ে করেছেন। অনাড়ম্বর আয়োজনে বিয়ে সম্পন্ন হয়, ২০ জনেরও কম মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সেই কক্ষ ছিল সুখ আর ভালোবাসায় পূর্ণ।

২০২০ সালের ডিসেম্বরে প্রেমিক ডাল্টন গোমেজের সঙ্গে বাগদান সারেন আরিয়ানা গ্রান্ডে। সে সময় তিনি সামাজিক পাতায় হিরের আংটি প্রদর্শন করেছিলেন। ২০২০ সালের জুনে ইনস্টাগ্রামে এ যুগল তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

 

 

Link copied!