মিথ্যা রটনায় কাঁদলেন বর্ষা, বললেন আর সিনেমা করবেন না

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ০৪:৪২ পিএম

মিথ্যা রটনায় কাঁদলেন বর্ষা, বললেন আর সিনেমা করবেন না

‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেটা যে কে বা কারা জানি না...নেগেটিভ কিছু কথাবার্তা তারা ইচ্ছাকৃতভাবে প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের... ব্যক্তিগত স্বার্থে আমাদের ডাউন করা চেষ্টা করছে।' কথাগুলো বলছিলেন অভিনেত্রী বর্ষা। ঈদে মুক্তি পাওয়া ‘দিন : দ্য ডে’ সিনেমার হল ভিজিটে গিয়ে কথাগুলো বলেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হল পরিদর্শনে গিয়ে বর্ষা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেটা যে কে বা কারা জানি না...নেগেটিভ কিছু কথাবার্তা তাঁরা ইচ্ছাকৃতভাবে প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের... ব্যক্তিগত স্বার্থে আমাদের ডাউন করা চেষ্টা করছে। আসলে আমি খুব কষ্টই পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না। আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, বের হয়ে যাই তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভাল একটা সিনেমা দিতে... আমি জানি না মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। আমার মনে হয় যেটা সত্যি সেটা করানো উচিত।’ 

বক্তব্যের এই পর্যায়ে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন বর্ষা। জানান, “অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টস কর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব মানুষ দেশে গিয়েছে তাঁরা ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কি হতে পারে...। ‘নেত্রী : দ্যা লিডার’ আমারা শুটিং করেছি হতে পারে... এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে... ছোট করার চেষ্টা করে গার জোরে। আর কিছু বলতে চাই না।”

মুক্তি পাওয়ার পর সিনেমা নিয়ে কিছু মানুষ নেতিবাচক কথা ছড়াচ্ছে বলে দাবী অনন্ত বর্ষা দম্পতির। এবার এই সমালোচনাকারীদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষা এবং সামজিক যোগাযোগ মাধ্যমে বর্ষার এই বার্তাগুলো ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ১০০ কোটি টাকার বাজেটের সিনেমা 'দিন দ্য ডে'।  অনন্ত জলিল ও বর্ষা অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশজমজম। ‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে। দেশের ১০৭ হলে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে।

Link copied!