বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মজয়ন্তীতে তার লেখা ছোটগল্প ‘দালিয়া’ অবলম্বনে নির্মিত একই শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল। কবিগুরুর লেখা গল্পটির নাট্যরূপ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং পরিচালনা করেছেন আকরাম খান।
এ নাটকে দিলরুবা দোয়েল জুলিখা চরিত্রে অভিনয় করেছেন । দালিয়া চরিত্রে রূপদান করেছেন দিব্য জ্যোতি। আগামী ৮ মে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।
তার অভিনীত চরিত্র প্রসঙ্গে দোয়েল জানান, রবীন্দ্রনাথের গল্পে কাজ করতে পারা সৌভাগ্যের। তা ছাড়া নাটকটি তাঁর জন্মজয়ন্তীতে প্রচার হবে। কাজটি করে আমার খুব ভালো লেগেছে। সহশিল্পী হিসেবে দিব্য অত্যন্ত চমৎকার। আশা করি দর্শকের কাজটি ভালো লাগবে।
দোয়েল আরও জানান, আমাদের প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের কাছে সাহিত্যনির্ভর কাজ তুলে ধরতে হবে। এজন্য এ ধরনের কাজ নিয়মিত হওয়া প্রয়োজন। নাটক ও সিনেমার মাধ্যমে আমরা বিশ্বসেরা সাহিত্যকর্ম তাদের কাছে পৌঁছাতে পারি। কারণ তারা রবীন্দ্রনাথ ও নজরুল–এর কাজ নিয়ে চর্চা করে না কিংবা বলা যায় সময় পায় না।
উল্লেখ্য, ‘দালিয়া’ নাটকে দোয়েল ছাড়াও অভিনয় করেছেন উপমা ও আরমান পারভেজ মুরাদ।