ভিকি জাহেদের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে। নাটকটির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। টি এইচ তন্ময় ও রাব্বি রাজের প্রযোজনায় নাটকের চিত্রগ্রাহক ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন অর্ণব হাসনাত।
নাটকটি নিয়ে তৌসিফ ভীষন আশাবাদী। তিনি বলেছেন, এ নাটকটি একদম অন্যরকম। একটি নাটকে অভিনয় করে ভীষন তৃপ্তি পেয়েছি। নাটকের গল্পটিতে প্রেম আছে, আছে থ্রিলও। দর্শকরা প্রচুর এক্সাইটমেন্ট পাবেন।
সাফা কবিরও তৌসিফের সাথে সুর মিলিয়ে বলেন— ‘নাটকটিতে প্রেম আছে, মজা আছে, আবার চমকও আছে। একেবারে এই সময়ের একটি গল্প। আশা করছি ভাল সাড়া পাবো।
রোমান্টিক থ্রিলার ধর্মী গল্পের এই নাটকে দুটি গান থাকছে। এরমধ্যে ওয়াসিক সৈকতের কথা এবং টি এইচ তন্ময় ও তানজীরের সুরে একটি গান গেয়েছেন কনা ও তানজীর। অন্য গান ‘কেউ জানে না’র কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাজ ডি।
১৯ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে ‘লাভার্স ফুড ভ্যান’। রাত ৯টায় বৃক্ষ ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও মুক্তি পাবে নাটকটি।