গত বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন অস্ট্রেলিয়ান মডেল সিয়েনা ওয়ার।। অবশ্য এর আগেই, মডেল হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন সিয়েনা। মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাকে পৌঁছে দিয়েছিল পুরো বিশ্বের কাছে।
শৈশব থেকেই ঘোড়ায় চড়তে ভালবাসতেন তিনি। ৩ বছর বয়সেই এর শুরু। তবে তরুণী বয়সে এই শখের কাছেই যে তার জীবনপ্রদীপ নিভে যাবে তা কে জানতো? হয়েছেও তাই। ঘোড়ায় চড়তে গিয়ে মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু হলো এই মডেলের।

সিডনির উইন্ডসর পোলো গ্রাউন্ডসে গত ২ এপ্রিল সেই শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন তিনি। তখন ঘটে অঘটন। হঠাৎ ঘোড়া থেকে উল্টে পড়ে যান তিনি। গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কোমায় চলে যান তিনি। পরে লাইফসাপোর্টে রাখা হয় তাকে। তখন থেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ২৩ বছরের তরুণী।

শেষ পর্যন্ত সিডনির ওয়েস্টমিড হাসপাতালের চিকিৎসকরা সিয়েনার বাঁচার কোনো সম্ভাবনা নেই জানালে পরিবারের সদস্যরা লাইফসাপোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর পরই মডেলকন্যা সিয়েনা ওয়ার চলে যান না ফেরার দেশে।