শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ বহাল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১০:৪৫ এএম

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ বহাল

সদ্য সমাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে রুল নিষ্পতি না হওয়ার আগে কেউ বসতে পারবেন না, চেম্বার আদালতের এ আদেশটি বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ এ স্থগিতাদেশ বহালের আদেশ দেন। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানী অনুষ্ঠিত হবে।  

৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান অনিয়মের অভিযোগে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নির্বাচনে পরাজিত অপর প্রার্থী নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন। 

আপিল বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।

হাইকোর্টের ওই নির্দেশের কারণে শিল্পী সমিতির নির্বাচনী আপীল বোর্ডের জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এবং নিপুন আকতারের সাধারণ সম্পাদক পদ স্থগিত হয়ে যায়।

 

 

Link copied!