এপ্রিল ২, ২০২৩, ০৪:১০ পিএম
ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা গণমাধ্যম ও এর কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। কেন তিনি সাংবাদিক থেকে দূরে থাকেন তার কারণও জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, একজন নামকরা সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। তবে ওই সাংবাদিকের নাম প্রকাশ করেননি।
গতকাল শনিবার সন্ধ্যায় টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোচিত এই অভিনেত্রী দুটি ঘটনা বর্নণা করে জানিয়ে দিয়েছেন, সাংবাদিকদের কাছ থেকে কেন তিনি দূরে থাকেন বা এড়িয়ে চলেন। শুধু তাই নয়, প্রভার জীবনে যারা (প্রেমিক) এসেছেন, তারা সবাই তাকে নিয়ে ব্লেম গেইম খেলেছেন বলেও অভিযোগ করেন টিভি নাটকের জনপ্রিয় এই মুখ।
অভিনয়শিল্পী সংঘের ইফতার পরবর্তী প্রেস ব্রিফিংয়ে প্রভা জানিয়েছেন, ‘‘দেখেন দুইটা গল্প বলি। একটা মেকআপ রুম। যেখানে আমরা শুটিং করে রুমে ঢুকি। মেকআপ করি। এসি খাই। আপনারা আসলে বসে গল্প করি। তো এভাবে একদিন গ্রিনরুমে বসে আছি। একজন ফটোগ্রাফার ও একজন সাংবাদিক আসলো। বসতে বললাম। এরপর আমি মুখে পাউডার মেখে মেকআপের প্রস্তুতি নিচ্ছি। এরমধ্যে ক্লিক ক্লিক ক্লিক। আমি বললাম, ‘কেন ছবি তুলতেছেন?’ বলে, ‘আমি তো জার্নালিস্ট’। এটার মানে কী বলেন তো? উনি সাংবাদিক বলে আমার কোনও প্রাইভেসি নাই?’’
এর পরের ঘটনা এক সাংবাদিককে নিয়ে। প্রভা জানান, “সেদিন শুটিং শেষ করে উবার নিয়েছি। একজন সাংবাদিকও আমার সঙ্গে উঠলেন। ভাই মানুষ। বসলেন পাশে। বললেন, এয়ারপোর্টে নামায়ে দিতে। তো সিটে বসে কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখলো! বললাম, ‘তুমি আমার গায়ে হাত দিলা কেন? আমার কোনও কলিগও তো এভাবে হাত দেয় না।’ এরপর সে সরি বলেছে। নামকরা সাংবাদিক। আমি জানি, সে সরি বললেও তার ভুল রিয়েলাইজ করেনাই। সে তার ক্ষোভ প্রকাশ করেছে অন্যভাবে পরে। কিভাবে তাহলে সাংবাদিকদের সঙ্গে আন্তরিক হবো?’’
সাংবাদিকদের সঙ্গে কেন তার দূরত্ব- প্রসঙ্গে প্রভা বলেন, “সব কিছুই করতে পারতাম যদি সাংবাদিকরা আমাকে সাহায্য করতেন। আপনাদের সঙ্গে আমার এই দূরত্বটা কেন আমাকে একটু বলবেন?”
প্রভা বলেন, ‘‘কিছুদিন আগে সামাজিক মাধ্যমকে আমি জানিয়েছি- আপনারা আমার সঙ্গে কথা না বলে নিউজ করবেন না। আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন- রোজার সময় আমাদের মন নরম থাকে। সেই সময় প্রত্যেকেরই উচিত কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেই সময় আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দিই ক্ষমা চেয়ে। এর পরই আমার কানে আসে- নিউজ হয়ে গেছে, ‘অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা’। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’’
আলোচিত এই অভিনেত্রী বলেন, “এর পর অনেকে বলেছেন- আমি আসলে সাবার মনযোগ চাই। সে কারণেই এ রকম স্ট্যাটাস দেই। এটা আমার সঙ্গে প্রতিনিয়ত করা হচ্ছে।” এ সময় প্রভা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।
নিজের কথা বলতে গিয়ে এই অভিনেত্রী আরও বলেন, “একেকজনের গল্প একেক রকম। আমার গল্পটা হচ্ছে, ছোটবেলায় ভয় লাগত যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আম্মু জানলে মারবে। আর এখন ভয় হচ্ছে, আমি যখন হেনস্তার শিকার হই, সাংবাদিক জানতে পারলে কি হবে! যারাই আমার জীবনে এসেছে, তারাই চলে যাওয়ার সময় যখন কোনো কারণ পায়নি তখনই একটা ব্লেইম গেম আমার সঙ্গে খেলেছে। আমার নামে অভিযোগ দিয়ে গেছে।”তিনি বলেন, “ডিভোর্সের পেপার যখন আমি ফাইল করি তখন আমার মা-বাবাকে জানাচ্ছিলাম এই জিনিসটা তো আমার পাওনা। আমি কেন পাব না? এটা তো ঠিক হচ্ছে না। আমি ধর্মীয়ভাবে কিংবা আইনগতভাবেও তো এটা পাই।”
সম্প্রতি শিল্পীদের আইনি সহায়তা দেওয়ার জন্য ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ নামে একটি টিম গঠন করেছে অভিনয়শিল্পী সংঘ। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শেুরু হয়। ওই সংবাদ সম্মেলনেই সাংবাদিকদের দূষলেন অভিনেত্রী প্রভা।